সাভার (ঢাকা) প্রতিনিধি ও জাবি প্রতিনিধি ||রাইজিংবিডি.কম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী সকালে ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৫টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নেওয়া হয়েছে। এখন চলছে গণনা।আরো পড়ুন:জাকসু নির্বাচন: ‘বয়কট বয়কট’ স্লোগানে শাখা ছাত্রদলের বিক্ষোভজাকসু নির্বাচন: কত শতাংশ ভোট পড়ল? জাকসু নির্বাচন: ‘বয়কট বয়কট’ স্লোগানে শাখা ছাত্রদলের বিক্ষোভ ফলাফল নিয়ে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব বলেন, “ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। ফলাফল পেতে আগামীকাল সকাল পর্যন্ত সময় লাগতে পারে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত দেড় হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।”...