আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশের মুখোমুখি হয়েছে হংকং। ২০ ওভারের ম্যাচে হংকং সাত উইকেটে ১৪৩ রান সংগ্রহ করেছে, যা বাংলাদেশের সামনে প্রতিশোধের ম্যাচে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। দলের সর্বোচ্চ স্কোরার নিজাকাত খান ৪২ রান করেন।বাংলাদেশের অধিনায়ক লিটন দাস টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। বল হাতে শুরুতেই তাসকিন আহমেদ হংকংয়ের ওপেনার অংশুমান রাথকে আউট করেন। এরপর তানজিম সাকিবের সুদক্ষ বোলিংয়ে বাবর হায়াত ১৪ রান করে ফিরেন। জিসান আলী ও নিজাকাত খানের ৪১ রানের জুটির সঙ্গে কিছুটা রানের গতি বাড়লেও পরে নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে হংকং। ইয়াসিম মুর্তুজা মাত্র ১৯ বলে ২৮ রান করেন।শেষ পর্যন্ত নিজাকাত খান ৪২ রানে আউট হন। তানজিম সাকিব ২ উইকেট শিকারী হিসেবে দলের সেরা বোলার হন, এছাড়া রিশাদ হোসেন ও তাসকিন আহমেদও গুরুত্বপূর্ণ...