জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ১০,৮৬১ জন ভোটারের মধ্যে ৭,৩৭৭ জন ভোট দিয়েছেন। সামগ্রিক ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ৬৭.৭৬ শতাংশ। দীর্ঘ ৩৩ বছর পর আয়োজিত এই নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে উচ্চ প্রত্যাশা থাকলেও বাস্তবে সেই তুলনায় ভোটকেন্দ্রে ভিড় কম ছিল।জাকসু নির্বাচন উপলক্ষ্যে তিন দিন ছুটি, নির্বাচন কমিশনের ‘প্রশ্নবিদ্ধ ভূমিকা’, ভোটের আগের দিন রাতের কার্যক্রমসহ নানাবিধ কারণে নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। হলগুলোর মধ্যে ভোটার উপস্থিতির হারে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। শহীদ তাজউদ্দীন আহমদ হলে মোট ৯১৪ জন ভোটারের মধ্যে ৭৫২ জন ভোট দিয়েছেন, যা ৮২.২৮ শতাংশ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ৯৯১ জন ভোটারের মধ্যে ৮০৭ জন ভোট দিয়েছেন, যা ৮১.৪৩ শতাংশ। এই দুটি হল সর্বোচ্চ ভোটার উপস্থিতি দেখিয়েছে। আর, নওয়াব ফয়জুন্নেসা হলে মোট ২৮৭ জন...