গত মাসে সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে ভারতীয় দল। প্রাথমিক পর্বের পর, সেমিফাইনালেও তারা খেলেনি পাকিস্তানের বিপক্ষে। এরপর থেকে এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আলোচনা জোরেশোরে শুরু হয় ভারতে। সেসব অবশ্য পাত্তা দেয়নি ভারত সরকার। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় এই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় দলকে খেলার অনুমতি দেয়ায় ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা কেটে যায়। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপের আসরে পথচলা শুরু করেছে ভারত। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী রোববার পাকিস্তানের মুখোমুখি হবে তারা। এই ম্যাচ ঘিরে চলমান বিতর্কের ইতি টানার অনুরোধ করেছেন কাপিল দেব। ১৯৮৩ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেয়া এই অলরাউন্ডার উত্তরসূরিদের পরামর্শ দিয়েছেন, বাইরের কথায় কান না দেয়ার। ‘স্রেফ মাঠে যাও এবং জিতে আসো। যাদের কাজ খেলা তাদের কেবল খেলার দিকে মনোযোগ দেয়া উচিত-অন্য কিছু...