দল হিসেবে ভালো করার আশা সালমানের, ম্যাচটি স্মরণীয় করে রাখতে চায় ওমান ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তান তাদের ২০২৫ এশিয়া কাপ অভিযান শুরু করবে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক সাফল্যে সন্তুষ্ট থাকবে মেন ইন গ্রিন। সালমান আলী আগার নেতৃত্বাধীন দল সেই জয়ের ওপর ভিত্তি করে গড়ে তুলতে চাইবে এবং ওমানের বিরুদ্ধে শক্তিশালী পারফরমেন্স দেখাতে চাইবে, যারা তাদের হাতে থাকা সম্পদের দিক থেকেও শক্তিশালী দেখাচ্ছে। এই কারণে সাবেক টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা ওমানের বিরুদ্ধে মাঠে নামার সময় আত্মতুষ্টির অনুভূতি প্রকাশ করতে চাইবে না। অন্যদিকে এশিয়া কাপে শুক্রবার অভিষেক হবে ওমান ক্রিকেট দলের। ১৭তম আসরে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে ওমান। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানের মুখোমুখি হবে তারা। জয় দিয়ে এশিয়া কাপের...