দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর ভূমি অফিসে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। সেবাপ্রত্যাশীদের অভিযোগ, তহশিলদারের সীমিত দক্ষতা, কর্মকর্তাদের অবহেলা ও দীর্ঘসূত্রিতার কারণে একটি ছোট কাজ সম্পন্ন করতেও মাসের পর মাস ঘুরতে হয়। মো. আনিছুর রহমান নামের এক ভুক্তভোগী বলেন, ‘এখানে কোনো কাজ করতে গেলে অজুহাতের শেষ নেই। একটি কাগজ তোলার জন্যও দিনের পর দিন অপেক্ষা করতে হয়। মো. ইমদাদুল হোসেন অভিযোগ করেন, জমির খাজনা দিতে গেলেও নানা ফাঁকফোকরে কাজ আটকে যায়। কখনো বলা হয় ফাইল নেই, কখনো বলা হয় কর্মকর্তা ব্যস্ত।’ মোছা. উম্মে খাতুন বৃষ্টি জানান, খাজনা জমা দেওয়া থাকলেও আমার নামজারি করা হচ্ছে না। তহশিলদার নিজে কম্পিউটার জানেন না, বাইরে থেকে লোক এনে কাজ করান। এতে সময় আরও বেশি লাগে। দ্রুত ও আধুনিক সেবা দিতে...