রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দিনব্যাপী সংলাপ ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে। সংলাপে সংবিধান সংশোধনসংক্রান্ত প্রস্তাবগুলো কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দেয়। জাতীয় ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়নের জন্য গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ এবং নির্বাহী আদেশ এ চারটি পদ্ধতির প্রস্তাব করেছে। এ বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হলেও ঐকমত্যে পৌঁছানো যায়নি। এ নিয়ে আলাদা মতামত দিয়েছে রাজনৈতিক দলগুলো। দলগুলোকে সনদে স্বাক্ষরের জন্য ১৩ সেপ্টেম্বরের মধ্যে প্রতিনিধির নাম পাঠাতে অনুরোধ আলোচনা ব্যর্থ হলেও দুটি বিষয়ে দলগুলোর মধ্যে সাধারণ সম্মতি তৈরি হয়েছে: আলী রীয়াজ সংবিধানকে স্পর্শ করে না এমন সুপারিশগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব: সালাহউদ্দিন আহমদ সাংবিধানিক আদেশ সম্ভব না হলে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেয়া যেতে পারে:...