মোতাজ্জেরুল ইসলাম মিঠু ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত স্বাস্থ্য খাতে ‘সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও পাচারসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে। ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করার পরই গতকাল বুধবার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান বৃহস্পতিবার,(১১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে সংবাদকে জানান, আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতারজ্জুরুল ইসলাম মিঠু। গোপন খবরের ভিত্তিতে গতকাল বুধবার রাত ১১টা ১০ মিনিটের সময় গুলশান এলাকায় অভিযান চালিয়ে ডিবির ওয়ারী বিভাগের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেছে। ডিবি আরও জানায়, স্বাস্থ্য খাতে টেন্ডার জালিয়াতি, সিন্ডিকেট গঠন, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার...