১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পিএম প্রতিপক্ষ তুলনামূলক দূর্বল। তবু বল হাতে প্রত্যাশার পারদ স্পর্শ করতে পারল না বাংলাদেশ। বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল হংকং। এশিয়া কাপের ১৭তম আসরে নিজেদের প্রথম ম্যাচে জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্য পেয়েছে টাইগাররা। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে বল বেছে নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। কন্ডিশন বুঝে নিতেই এই সিদ্ধান্ত। দলের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। তবে ৪ ওোভারে ৩৮ রান দেন তাসকিন। রিশাদ ৪ ওভারে দেন ৩১ রান। ৪ ওভারে ১ মেডেনসহ ২১ রানে ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার তানজিম। হংকংয়ের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান।...