ঢাকা:সদ্যসম্পন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষাপটে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকেই ডাকসু নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছিলেন অনেকেই।তবে ১০ সেপ্টেম্বর মধ্যরাতে ঘোষিত ফলাফলে পাল্টে যায় সমস্ত হিসাব-নিকাশ। এই ফলাফলে দেখা যায়, ৩৮তম ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির কিংবা শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এই অভাবনীয় বিজয়, জামায়াত-শিবিরের রাজনীতি সম্পর্কে মানুষের দীর্ঘদিনের প্রচলিত ধারণাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। ছাত্রদলের অপ্রত্যাশিত এই ভরাডুবিতে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির নেতা-কর্মীরাও। ভোটের বিশাল ব্যবধান তাদের হতবাক করেছে। কেন, কোথায় এবং কীভাবে এমন ফল এলো, এর ব্যাখ্যা মিলছে না কারো কাছেই। নানান বিশ্লেষণ ও...