এশিয়া কাপে 'বি' গ্রুপে বাংলাদেশের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে হংকং তোলে ৭ উইকেটে ১৪৩ রান। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। তানজিম হাসান সাকিব ২১ রানে নিয়েছেন ২ উইকেট। তাসকিন-রিশাদও ২টি করে উইকেট নেন। এর আগে এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকং আফগানিস্তানের বিপক্ষে করেছিল ৯ উইকেটে ৯৪ রান। সেই হিসেবে ব্যাটিংয়ে উন্নতিই করেছে হংকং। বৃহস্পতিবার আবুধাবিতে হংকং পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৩৪ রান। হংকংয়ের উদ্বোধনী জুটিতে ওঠে মাত্র ৭ রান। অংশুমান রাঠকে উইকেটকিপারের ক্যাচ বানান বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এরপর ইনিংসের পঞ্চম ওভারে বাবর হায়াতের (১২ বলে ১৪) স্টাম্প উপড়ে সাফল্য এনে দেন তানজিম হাসান। দারুণ এক ডেলিভারিতে বাবরকে বোল্ড করেন এই পেসার। বাংলাদেশকে তৃতীয় উইকেটের দেখা পেতে অপেক্ষা করতে হয় ১২তম ওভার পর্যন্ত।...