ঢাকার মঞ্চে চলছে জাগরণী থিয়েটারের নতুন নাটক ‘কাদামাটি’। অনিকেত পালের রচনায় এবং দেবাশীষ ঘোষের নির্দেশনায় এটি মঞ্চস্থ হচ্ছে। নাটকের প্রযোজক স্বরূপ সাহা।নাটকের সেট ও লাইট ডিজাইনে আছেন আবু সাঈদ, পোশাক ডিজাইন করেছেন প্রকৌশল। ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন বিশ্বজিৎ পাল (গৌরব), মঞ্চ ব্যবস্থাপক বাহাউদ্দিন ইসলাম বাহার এবং প্রযোজনা অধিক্ষক আজিম উদ্দিন।অভিনয়ে থাকছেন পালাশ হেনরী সেন, রাজিব রাজু, মোহর হাসান মিতুল, শাহানা জাহান সিলিকা, সাজিদ আহমেদ রনি ও প্রিয়া সাহা স্বর্ণা।নাটকের মূল কাহিনি আবর্তিত হয়েছে কিশোর নামের এক চরিত্রকে ঘিরে। জীবিকার প্রয়োজনে সে তার শৈশবের জনপদ ছেড়ে চলে যায় দূর অজানায়। দীর্ঘ সময় পর ফিরে এসে দেখে, তার পরিচিত কাদামাটি জনপদ বদলে গেছে। মানুষের সম্পর্ক, জীবন বোধ, রাজনৈতিক চিন্তা—চেতনা সবকিছুই রূপান্তরিত হয়েছে। ফলে পুরোনো বন্ধুবান্ধব, প্রতিবেশী কিংবা এককালের প্রেমিকার সঙ্গেও তার নতুনভাবে সম্পর্কের...