বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার বিচার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এ মানববন্ধনের আয়োজন করেন ভেটেরিনারি ও পশুপালন অনুষদের আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা দ্রুত অ্যাকাডেমিক কার্যক্রম চালুর দাবিও জানান।আরো পড়ুন:রাবিতে ২ দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পনবীনদের বরণ করে নিল রাবি প্রেসক্লাব এ সময় তারা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান। এছাড়া ‘প্রশাসনের কালক্ষেপণ, মানি না মানব না’, ‘প্রশাসনের কালো হাত, ভেঙে দাওয়া গুড়িয়ে দাও’, ‘বহিরাহতের হামলার, বিচার চাই, বিচার চাই’সহ নানা স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারী শিক্ষার্থী শিবলী সাদী বলেন, “প্রশাসনের অভিযোগ ছিল, আমরা তাদের সহযোগিতা করছি না। তাদের দাবি ছিল, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মেনে নিলে সিন্ডিকেট সভাসহ বাকি প্রক্রিয়া আগাবে। আমরা গত ৮ সেপ্টেম্বর...