প্রভাবশালী রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে হত্যা করার জন্য ব্যবহৃত বোল্ট-অ্যাকশন রাইফেলটি খুঁজে পেয়েছে পুলিশ। একইসঙ্গে গোয়েন্দা সংস্থা এফবিআই হামলাকারীর ছবি প্রকাশ করেছে। ৩১ বছর বয়সী পডকাস্ট-রেডিও ভাষ্যকার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র কার্ককে তরুণ ভোটারদের মধ্যে রিপাবলিকান পার্টির সমর্থন তৈরিতে সহায়তা করার জন্য কৃতিত্ব দেওয়া হয়। বুধবার উটাহের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় বন্দুক হামলায় তিনি নিহত হন। ট্রাম্প একে ‘জঘন্য হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন। এফবিআই এবং রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন, সল্ট লেক সিটি থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণে উটাহের ওরেমে অবস্থিত উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে কার্কের ‘প্রুভ মি রং’ শীর্ষক একটি বক্তৃতা অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক মিনিট আগে ক্যাম্পাসে হামলাকারী এসে পৌঁছেছিল। নিরাপত্তা ক্যামেরার ভিডিওতে দেখা গেছে,কার্ককে গুলি করার আগে একজন সশস্ত্র...