ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে (৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর) প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন শুধুমাত্র নারী আম্পায়ার ও ম্যাচ রেফারিরা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বৃহস্পতিবার এই ঘোষণা দেয়া হয়েছে। মোট ১৮ সদস্যের প্যানেলে থাকছেন ৪ জন ম্যাচ রেফারি এবং ১৪ জন আম্পায়ার, যাদেরকে ৯টি দেশ নির্বাচন করা হয়েছে। ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড), শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা), জি এস লক্ষ্মী (ভারত), মিশেল পেরেইরা (শ্রীলঙ্কা)। সু রেডফার্ন (ইংল্যান্ড), ক্লেয়ার পলসাক, ইলোইস শেরিডান (অস্ট্রেলিয়া), ক্যান্ডেস লা বোর্ডে, জ্যাকুলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কিম কটন (নিউজিল্যান্ড), সারা ডামবানেভানা (জিম্বাবুয়ে), সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), কেরিন ক্লাস্টে, লরেন এগেনব্যাগ (দক্ষিণ আফ্রিকা), এন জানানি, বৃন্দা রাঠি, গায়ত্রী ভেনুগোপালন (ভারত), নিমালি পেরেইরা (শ্রীলঙ্কা)। এর মধ্যে পলসাক, উইলিয়ামস ও রেডফার্ন এর আগে দু’টি করে ওয়ানডে বিশ্বকাপে...