নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীয়ারচর এলাকায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার দিনভর অভিযানে ৩টি চুনা কারখানা ও পাঁচ শতাধিক পরিবারের আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। গুড়িয়ে দেয় ৩টি চুনা কারখানার চুল্লি। অবৈধ গ্যাস সংযোগের এ অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁ জোনের ম্যানেজার সুরজিত কুমার। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী, সোনারগাঁ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীয়ারচর এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেট তিনটি চুনা কারখানা ও বিভিন্ন বাড়ি-ঘরে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড...