জাকসু নির্বাচনের ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। তাদের অভিযোগের মধ্যে ছিল- পোলিং এজেন্টদের কাজ করতে না দেয়া, নারী হলে পুরুষ প্রার্থী প্রবেশ, ভোটার লিস্টে ছবি না থাকা, আঙ্গুলে কালির দাগ না দেয়া, ভোটার হওয়ার পরও তালিকায় নাম না থাকা ইত্যাদি। এছাড়াও ছিল অনিয়ম, অব্যবস্থাপনা আর গাফিলতি। এসব অভিযোগ তুলে নির্বাচন বর্জন ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের প্যানেলসহ ৫টি প্যানেলের প্রার্থীরা। এ চারটি প্যানেল হলো- ‘ছাত্রদল’, ‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এবারের জাকসু নির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলকেন্দ্রে ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল...