এবার ফকির লালনের ১৩৫ তম তিরোধান দিবসের অনুষ্ঠানে প্রাধান্য পাবে লালন সাঁইজি ও সাধু গুরুদের জীবনাচরণ। খাদ্যসেবা থেকে শুরু করে তাদের বসা, হাঁটাচলা সম্পূর্ণ রীতি মেনে পালন করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্তের কথা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। এবার লালন সাঁইয়ের তিরোধান দিবস জাতীয় ক শ্রেণীভুক্ত হওয়ায় জাতীয়ভাবে পালন করা হবে। মূল অনুষ্ঠান শুরু হবে কুষ্টিয়ায় ১৭ অক্টোবর। এখানে তিন দিনব্যাপী অনুষ্ঠান চলমান থাকবে। অন্যদিকে ১৮ ও ১৯ অক্টোবর ঢাকায়ও জাতীয়ভাবে অনুষ্ঠান পালন করা হবে। মহাত্মা লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস পালন উপলক্ষে বুধবার বিকেলে কুষ্টিয়ার নব নির্মিত সার্কিট হাউজ অডিটোরিয়ামে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো.মফিদুর রহমান।...