বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিইএব) বিতর্কিত কমিটি ঘোষণায় প্রতিবাদ জানিয়েছেন পদবঞ্চিতরা। তাদের অভিযোগ, বিএনপির কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে, দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে এই বিতর্কিত কমিটি ঘোষণা করা হয়েছে। তাই অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করার দাবি জানিয়েছেন তারা।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে এক ‘প্রতিবাদ সভায়’ এই দাবি জানান ডিইএবের পদবঞ্চিতরা।গত ৩০ আগস্ট মো. হানিফকে আহ্বায়ক ও কাজী সাখাওয়াত হোসেনকে সদস্য সচিব করে ডিইএবের ৩৩ সদস্যের কমিটি গঠন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তখন এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন পদবঞ্চিতরা।প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে সুবিধাবাদীদের সমন্বয়ে ডিইএবের ৩৩ সদস্যের কমিটি অনুমোদন নেওয়া হয়েছে। এ কমিটির ২৩ জনই...