শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘প্রকৌশলীদের সঙ্গে চলমান বৈষম্য এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী।আরো পড়ুন:নুরের ওপর হামলা: ইবি ও শাবিপ্রবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবিশাবিপ্রবিতে প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারের ‘গায়েবানা জানাজা’ নুরের ওপর হামলা: ইবি ও শাবিপ্রবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি শাবিপ্রবিতে প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারের ‘গায়েবানা জানাজা’ তিনি বলেন, “ডিপ্লোমা ডিগ্রিধারীদের ইঞ্জিনিয়ার ডাকা দুঃখজনক। ভারত ও পাকিস্তানে তাদের টেকনিশিয়ান হিসেবে ডাকা হয়, কিন্তু বাংলাদেশে বিষয়টি ভিন্নভাবে চলছে। প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় সবার সচেতন হওয়া দরকার।” সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, নর্থ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক...