রাঙামাটির লংগদু উপজেলার আওতাধীন মাইনি বাজারে অগ্নিকাণ্ডে প্রায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা মাইনী বাজারের লঞ্চ ঘাট সংলগ্ন হোটেল নিসা-তে (চা দোকান) রান্না ঘরের চুলা হতে আগুন লাগে বলে ধারণা করছেন। এ আগুন দ্রুত পাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদের নেতৃত্বে ৫০ জনের একটি উদ্ধার দল উদ্ধার কাজে অংশগ্রহণ করে। পরে লংগদু ফায়ার সার্ভিসের একটি ইউনিট, জোনের উদ্ধার দল, আনসার ব্যাটালিয়নের একটি উদ্ধার দল এবং স্থানীয় প্রচেষ্টায় বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চায়ের দোকান, হোস্টেল, মুদি দোকান, দুই তলা...