এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এক শ রানও করতে পারেনি হংকং। যদিও সেবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছিল দলটি। তবে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে আবুধাবিতে বাংলাদেশকে নিজেদের সামর্থ্য দেখিয়েছে হংকং। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ১৪৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ইয়াসিম মুর্তজার দল। ইনিংসের শুরুর দিকে হংকংকে অল্পতেই বেঁধে রাখার স্বপ্ন দেখছিল তাসকিন-মোস্তাফিজরা। তবে নিজাকাত খানের ৪২ রান ও অধিনায়ক মুর্তজার ২৮ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান করেছে হংকং। টস জিতে আগে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ ইনিংসের শুরুতেই হংকংয়ের ব্যাটসম্যানদের চেপে ধরেন। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার অংশুমান রাথকে প্যাভিলিয়নের পথ দেখান তাসকিন আহমেদ। যদিও শুরুতে আম্পায়ার আউট দেননি। তবে উইকেটের পেছনে ক্যাচ দেওয়া রাথের উইকেটটি রিভিউ নিয়ে পেয়েছে বাংলাদেশ। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায়...