জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে আবারও ভোট গ্রহণের দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার রাতে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠনের দাবি জানান। তিনি বলেন, ‘আমরা বলতে চাই, এই নির্বাচন কমিশনকে বাতিল করে পুনরায় একটি সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবে এবং এর মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন শিক্ষার্থীদের উপহার দেবে বলে আমরা মনে করি।’ জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘জাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রথম থেকেই মাঠে ছিলাম। আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল, আমরা আশা করছিলাম বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর অংশগ্রহণে প্রশাসন সবার কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেবে।...