বেকারি ও ফাস্ট ফুড ব্র্যান্ড ‘আজোয়া বেক অ্যান্ড পেস্ট্রি’ এর ঢাকা ও গাজীপুরের ৫০টিরও বেশি বিক্রয়কেন্দ্র থেকে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডার গ্রাহকরা খাবার অর্ডার করতে পারবেন। ফুডপ্যান্ডার প্রধান কার্যালয়ে সম্প্রতি কোম্পানিটি দুটি চুক্তি করেছে বলে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়, এ চুক্তির আওতায় ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে হোম ডেলিভারি ও পিকআপ অপশন ব্যবহার করে আজোয়া থেকে খাবার অর্ডার করা যাবে। ফুডপ্যান্ডা বলছে, এ বছরের মধ্যে আজোয়ার আরও আউটলেট ফুডপ্যান্ডায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব সেলস মো. সিরাজুল হক বলেন, “ফুডপ্যান্ডার সাথে এ অংশীদারত্বের মাধ্যমে আজোয়ার খাবার এখন আরও সহজে ক্রেতারা কিনতে পারবেন। আমাদের বিশ্বাস, এ অংশীদারত্ব সফলভাবে এগিয়ে যাবে।” এ বিষয়ে আজোয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম হুমায়ুন কবীর বলেন, “ফুডপ্যান্ডার...