প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব চেলসির বিরুদ্ধে ৭৪টি ধারা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আনা হয়েছে এজেন্টদের অর্থ প্রদান সংক্রান্ত বিষয়েও। সত্যতা প্রমাণ হলে শাস্তি হতে পারে ক্লাবটির। ইংল্যান্ডের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) বৃহস্পতিবার বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। বলা হয়েছে, ফুটবল অ্যাসোসিয়েশন চেলসি এফসির বিরুদ্ধে এফএ ফুটবল এজেন্টস মধ্যস্থতাকারীদের সাথে কাজ করেছে। এফএ রেগুলেশনের অধীনে খেলোয়াড়দের মধ্যে তৃতীয় পক্ষের বিনিয়োগের অভিযোগ এনেছে। অভিযোগগুলি ২০০৯ থেকে ২০২২ সময়কালের, মূলত ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে। চেলসির জবাব দেয়ার জন্য ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে। চেলসি যদি দোষী প্রমাণিত হয় তাহলে জরিমানা, দলবদলে নিষেধাজ্ঞা ও পয়েন্ট কেটে দেয়ার শাস্তির মুখোমুখি হতে হবে ক্লাব বিশ্বকাপ জয়ীদের। রাশিয়ান ব্যবসায়ী রোমান আব্রামোভিচের ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত চেলসির...