তানজিম হাসান সাকিবের করা বলে উড়িয়ে মারেন জিশান আলী। বলে টাইমিংয়ে গড়মিল হওয়ায় উঠে যায় ক্যাচ। মিডউইকেট থেকে অনেকেটা পেছনে দৌড়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৩৪ বলে ৩০ রান করা জিশানের বিদায়ে ভাঙল ৪১ রানের তৃতীয় উইকেট জুটি। বাবর হায়াতের স্টাম্প উপড়ে ফেললেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দিয়েছেন তিনি। দারুণ এক ডেলিভারিতে বাবর হায়াতকে বোল্ড করেন এই পেসার। বাবর হায়াতের বিদায়ে ৪.৪ ওভারে দলীয় ৩০ রানে দুই উইকেট হারায় হংকং। দলকে ব্রেক থ্রু উপহার দেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। তিনি বোলিংয়ে এসে তৃতীয় বলে ফেরান অংশুমান রাঠকে। নো বল দিয়ে ওভার শুরু করা তাসকিন আহমেদ উইকেট পেয়ে গেলেন তৃতীয় বলেই। অংশুমান রাঠকে উইকেটকিপারের ক্যাচে পরিণত করেছেন এই তারকা পেসার। আম্পায়ার অবশ্য বাংলাদেশের কলে সাড়া দেননি।...