পুঁজিবাজারে তালিকাভুক্ত স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণের শর্ত পূরণের লক্ষ্যে নতুন শেয়ার ইস্যুর প্রস্তাব দুই দফায় বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকরা নতুন শেয়ার ইস্যু করে প্রথমে ৬ কোটি ৪০ লাখ টাকা এবং দ্বিতীয় দফায় ১০ কোটি ২৪ লাখ টাকা পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাব দিলে দুই দফায়ই তা বাতিল করে দেয়া হয়েছে। কোম্পানিটির নিরীক্ষক ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বিএসইসির ২০২৪ সালের ৭ মার্চ ইস্যু করা আদেশ অনুযায়ী, তালিকাভুক্ত প্রত্যেক কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ওই কোম্পানির ন্যূনতম ৩০ শতাংশ শেয়ারের মালিকানা থাকতে হবে। এক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছ থেকে সেকেন্ডারি মার্কেটের মাধ্যমে শেয়ার ক্রয় করে অথবা নতুন শেয়ার ইস্যু করে এই শর্ত পরিপালন করা যাবে।...