কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে সুদীর্ঘ অগ্রযাত্রার ২৫ তম বছরে পা রেখেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্যাম্পাসে রঙিন শোভাযাত্রা, সাংস্কৃতিক সন্ধ্যাসহ বর্ণাঢ্য আয়োজন করা হয়। সপ্তাহজুড়ে সমগ্র বিশ্ববিদ্যালয়ে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা পথের ২৪তম স্বীকৃতি-অনুষ্ঠানিক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দিন ১১ সেপ্টেম্বর। যদিও শিক্ষা ও গবেষণামুখী প্রতিষ্ঠান হিসেবে এ বিদ্যাপীঠের যাত্রা ৮৬ বছরের। উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফের নেতৃত্বে গৌরবোজ্জ্বল ইতিহাসের ৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়। ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর ‘বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউট (বিএআই)’ নামে এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। অগ্রযাত্রার সেই সময় থেকে কৃষিক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছে রাজধানী ঢাকার বুকে গড়ে ওঠা সবুজে আবৃত এ বিশ্ববিদ্যালয়। সমৃদ্ধি ও ঐতিহ্যের সঙ্গে এগিয়ে চলা বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকী পরিবর্তন করে...