শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির দায়ে ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে ৪৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ২০২১ সালে নিউলাইন ক্লথিংস ও পাইওনিয়ার ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে এই জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় জরিমানার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিএসইসি জানিয়েছে, নিউলাইন ক্লথিংসের শেয়ার নিয়ে কারসাজির দায়ে রিয়াজ মাহমুদ সরকার, আবুল বাশার, মো. সেলিম, মো. জামিল ও সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিংকে ১৩ কোটি ৩৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে রিয়াজ মাহমুদ সরকারকে ১ কোটি ১৪ লাখ টাকা, আবুল বাশারকে ৪ কোটি ২ লাখ টাকা, মো. সেলিমকে ১ কোটি ৬৯ লাখ টাকা, মো. জামিলকে ২...