ক্রীড়া প্রতিবেদক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে দ্রুতই আধুনিকতার পথে হাঁটছে ক্রিকেট। সেই যাত্রায় নতুন মাইলফলক যোগ করতে যাচ্ছে আগামী ২০২৬ নারী ওয়ানডে বিশ্বকাপ। প্রথমবারের মতো টুর্নামেন্টের সব ম্যাচ পরিচালনায় থাকবেন কেবল নারী অফিসিয়ালরা। অর্থাৎ আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্ব একচেটিয়াভাবে নারীদের হাতে তুলে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ঐতিহাসিক আয়োজনের অংশ হতে যাচ্ছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। আইসিসি ঘোষিত ১৪ জন নারী আম্পায়ারের দলে জায়গা পেয়েছেন তিনি। এর আগে জেসি দায়িত্ব পালন করেছেন অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে। আইসিসির ঘোষণায় ১৪ নারী আম্পায়ারের পাশাপাশি থাকছেন চারজন নারী ম্যাচ রেফারি। আম্পায়ারদের তালিকায় রয়েছেন—লরেন অ্যাগেনবাগ, ক্যান্ডেস লা বোর্দে, কিম কটন, সারা দাম্বানেভানা, সাথিরা জাকির জেসি, কেরিন ক্লাসটে, জননী এন, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোইস শেরিডান, গায়ত্রী ভেনুগোপালন ও...