৩৩ বছর পর আয়োজিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন নানা অভিযোগ আর অব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হয়েছে। দিনভর পাল্টাপাল্টি অভিযোগ, কয়েক দফায় বিভিন্ন হলে ভোটগ্রহণ বন্ধ থাকা এবং বিশৃঙ্খল পরিস্থিতি ঘিরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলে দাবি করেছেন অনেকেই।ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগে ছাত্রদল ও বাম সংগঠনের তিনটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী তিন শিক্ষকও নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে একযোগে ২১টি হলে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোট শেষ হওয়ার কথা থাকলেও কিছু কেন্দ্রে ভোট চলে সাড়ে ৭টা পর্যন্ত। জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে কতজন ভোট দিয়েছেন তা এখনো জানা যায়নি। সংশ্লিষ্টদের ধারণা, ফলাফল প্রকাশ হতে ডাকসুর মতো এবারও মধ্যরাত...