বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের দলগত অঙ্গীকার রয়েছে। তবে সাংবিধানিক সংস্কারগুলো সংসদে নিয়ে যাওয়ার পক্ষে আমরা মতামত দিয়ে আসছি। কিছু বিষয়ে দ্বিমত থাকলেও সনদে সই করতে আমরা প্রস্তুত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সালাহ উদ্দিন আহমেদ বলেন, দুই-একটা বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিলেও রাজনৈতিক দল ও কমিশনের সঙ্গে বেশির ক্ষেত্রেই একমত পোষণ করেছি। কমিশনের প্রস্তাব অনুযায়ী আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের পক্ষে মত দিয়েছি। আর ১০০ সদস্যের উচ্চকক্ষ নিয়েও দ্বিমত পোষণ করিনি। তবে গঠন...