হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচ হারায় টুর্নামেন্টে টিকে থাকতে আজ জিততেই হবে হংকংকে। এ অবস্থায় দলটির বিপক্ষে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। পাওয়ার প্লে-তেই হংকংয়ের দুই উইকেট তুলে নিয়েছেন বোলাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে দুই উইকেটে ৩৪ রান সংগ্রহ করেছে হংকং। জিসান আলী ৫ ও নিজাকাত খান ৪ রানে ব্যাট করছেন। আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। বল হাতে নিজের প্রথম ওভারেই সাফল্য পান তাসকিন আহমেদ। হংকংয়ের ওপেনার অংশুমান রাথকে উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দী করেন তিনি। এই ব্যাটার ফেরেন ৪ রানে। শুরুতেই ধাক্কা খাওয়ার পর কিছুটা সাবধানে এগোতে থাকে হংকং। তবে এই জুটিকে বেশিক্ষণ টিকতে দেননি তানজিম হাসান...