তাসকিনের পেস তোপে দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটের জন্য অপেক্ষা করত হয়েছেআরও তিন ওভার। উইকেটে থিতু হতে থাকা বাবর হায়াতকে ফিরিয়ে গলার কাটা দূর করেছেন তানজিম সাকিব। উইকেট বেশি না পেলেও পাওয়ার-প্লেতে কিপ্টে বোলিংয়ে হংকংকে চেপে ধরেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) টসে জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই হংকংকে চেপে ধরে বাংলাদেশ। কিপ্টে বোলিংয়ে শুরু করেন শেখ মেহেদি। সেই সুযোগ কাজে লাগিয়ে হংকং শিবিরে প্রথম আঘাত হানেন পেসার তাসকিন। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে লিটন দাসের ক্যাচ বানিয়ে ওপেনার আন্সি রথকে ফেরান তিনি। ফেরার আগে ৪ বলে ৫ রান করেন তিনি। তৃতীয় ব্যাটার হিসেবে উইকেটে এসে শুরু মন্থর হলেও ক্রমেই হাতখোলা শুরু করেছিলেন ২০১৪ সালে হংকংয়ের জয়ের নায়ক বাবর হায়াত। পঞ্চম ওভারের তৃতীয় বলে তানজিম সাকিবকে উড়িয়ে মেরেছিলেন...