একে অপরের কাছে অচেনা দুই দুই তরুণ–তরুণীর কীভাবে নিজেদের পরিপূরক হয়ে ওঠের, সেই গল্প দেখাচ্ছে রোমান্স-ড্রামা ফিকশন ‘খুব কাছেরই কেউ’। বৃহস্পতিবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাচ্ছে কনটেন্টটি। বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, রাবা খানের গল্প, সংলাপ ও চিত্রনাট্যে ‘খুব কাছেরই কেউ’ নির্মাণ করেছেন আরাফাত মোহসীন নিধি। এতে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম, সুনেরাহ বিনতে কামাল। চিত্রনাট্য নিয়ে রাবা খান জানিয়েছেন, গল্পটি এমন দুই তরুণ–তরুণীর, যাদের বিয়ে হতে চলেছে পারিবারিকভাবে। বিয়ের আগের ও বিয়ের দিনের কিছু ঘটনা দিয়ে সাজানো হয়েছে কাহিনী। একসময় তারা বুঝতে পারেন কখনো কখনো সত্যিকারের সম্পর্ক খুঁজে পাওয়া যায়, তা যেভাবেই গড়ে উঠুক না কেন। রাবা খান বলেন, "আমার লেখার ইচ্ছা বেশ পুরনো বা ছোটবেলা থেকেই। আমি বিভিন্ন সমালোচকের বিশ্লেষণ শুনতাম। তারা যখন গল্পকার, চিত্রনাট্যকার বা...