ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সেনাবাহিনী প্রতিহত করেছে। সানায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার এ পাল্টা হামলা হলো। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলের চলমান হামলার মধ্যে তারাও আক্রান্ত হলো।তাৎক্ষণিকভাবে কেউ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি। তবে ২০২৩ সালের অক্টোবরে হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় গণহত্যা যুদ্ধ শুরু করার পর ইরান-সমর্থিত হুথিরা ইসরায়েলে বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে। খবর ডেইলি সাবাহ’র।ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে জানিয়েছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।এর আগে বুধবার বিদ্রোহী-অধিষ্ঠিত রাজধানী সানায় হুথি সশস্ত্র বাহিনীর ওপর ইসরায়েল হামলা করে। জওফ প্রদেশের একটি হুথি কমপ্লেক্সসহ বেশ কিছু স্থানে হামলা হয়।মার্কিন-ইসরায়েল হামলার আতঙ্কে মিশরহুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি বলেছেন, সানায়...