রাজধানীর পুরান ঢাকার প্রাণকেন্দ্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন অবৈধ দোকানপাট, লেগুনা ও বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে প্রতিবাদী সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জবি শিক্ষক সমিতির সমন্বয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাহাদুর শাহ পার্ক এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।আরো পড়ুন:গবেষণাকে আন্তর্জাতিক মানে নিতে অভিনব চিন্তা জরুরি: জবি উপাচার্যজকসু নির্বাচন ও বৃত্তি দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ গবেষণাকে আন্তর্জাতিক মানে নিতে অভিনব চিন্তা জরুরি: জবি উপাচার্য জকসু নির্বাচন ও বৃত্তি দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিভিন্ন ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। সমাবেশ থেকে অধ্যাপক ড. রইছ উদ্দীন তিন দফা ঘোষণা দেন। প্রথমত, রায়সাহেব বাজার থেকে কোনো বাস বা লেগুনা...