হংকংয়ের শিবিরে দ্বিতীয়বার আঘাত হানলেন তানজিম হাসান সাকিব। ইনিংসের ১২তম ওভারে বাউন্সি বলে হংকংয়ের ব্যাটার জিসান আলিকে ফিরিয়েছেন তিনি। জিসানের ব্যাটের কানায় লেগে বল আকাশে ভাসলে মিড উইকেট অঞ্চলে দৌড় এসে ঝাপ দিয়ে বল তালুবন্দি করেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের এই ক্যাচ দেখে ধারাভাষ্যকার বলে ওঠেন, ‘দুর্দান্ত ও সেরা প্রচেষ্টা। কাধেঁর ওপর ভর করে স্মার্ট ক্যাচ!’ এই প্রতিবেদন লেখার সময় হংকংয়ের সংগ্রহ ১৩ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ৭৩ রান। ইয়াসিম মুর্তজা ৪ ৫ ও নিজাকত খান ১৫ রানে অপরাজিত। এর আগে আজ বৃহস্পতিবার আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে চলতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভার করেন শেখ মেহেদী। দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন তাসকিন আহমেদ। টুর্নামেন্টে নিজের প্রথম ওভারেই উইকেট পান বাংলাদেশের এই...