নেপালে জেন-জিদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর দেশের নিরাপত্তার দায়িত্ব নেওয়া সেনাবাহিনীর সঙ্গে ব্যাপক টানাপোড়েন শুরু হয়েছে। দেশটিতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ করা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে দফায় দফায় বৈঠক হলেও কোনও সমাধানে পৌঁছাতে পারেননি জেন-জি প্রতিনিধিরা। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নেপাল সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় থেকে সরে দাঁড়িয়েছেন জেন-জি আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, সেনাবাহিনী সঙ্কটকালীন আলোচনায় দেশটির বিতর্কিত চিকিৎসা উদ্যোক্তা দুর্গা প্রসাইকে অগ্রাধিকার দিচ্ছে। বৃহস্পতিবার দিনভর আলোচনার পরও সেনাপ্রধান অশোক রাজ সিগদেল বার বার প্রসাইকে আলোচনার অংশীদার হিসেবে অন্তর্ভুক্তিতে জোর দেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণ আন্দোলনকারীরা আলোচনা থেকে বেরিয়ে যান। আন্দোলনকারীরা বলছেন, তারা এখন কেবল প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলের সঙ্গেই সরাসরি আলোচনা করতে চান। নাম প্রকাশ না করার শর্তে এক আন্দোলনকারী বলেন, সেনাবাহিনী সমন্বয় করায় আমরা তাদের সঙ্গে আলোচনায়...