পুঁজিবাজারে বন্ড মার্কেটকে শক্তিশালী করতে বিভিন্ন ধরনের বন্ডে সংশোধনী আনতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে এরই মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ঋণ সিকিউরিটিজ) বিধিমালা, ২০২১-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে সংস্থাটি। এখন এই খসড়া সংশোধনীর উপর জনমত নেওয়া হবে। গতকাল বুধবার অনুষ্ঠিত বিএসইসির ৯৭২তম কমিশন সভায় এই খসড়া প্রস্তাব অনুমোদিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকসই বন্ড তথা সামাজিক বন্ড, কমলা বন্ড, লিঙ্গভিত্তিক বন্ড ও সবুজ বন্ড ইস্যুর সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ঋণ সিকিউরিটিজ) বিধিমালা, ২০২১-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এখন এই খসড়া সংশোধনীতে জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দীর্ঘ বছর...