যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে (৩১) বুধবার গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটি (ইউভিইউ) ক্যাম্পাসে। সেখানে তিনি বক্তব্য রাখছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কার্ক এক শিক্ষার্থীর প্রশ্নের জবাব দিচ্ছিলেন। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। মুহূর্তেই তিনি গলায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত কয়েক হাজার দর্শক ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কার্কের আমেরিকান কামব্যাক ট্যুর-এর প্রথম অনুষ্ঠান ছিল ইউভিইউতে। দুপুর ১২টার কিছু পর তিনি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এক শিক্ষার্থী গণহত্যা ও ট্রান্সজেন্ডার ইস্যুতে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, খুব বেশি। এর কয়েক সেকেন্ড পর গুলিতে তিনি মাটিতে পড়ে যান। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, গুলি ছোড়া হয় লুসি সেন্টারের ছাদ বা জানালা থেকে, যা...