সাভার (ঢাকা) প্রতিনিধি ও জাবি সংবাদদাতা ||রাইজিংবিডি.কম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে ২১টি ভোটকেন্দ্রে কাস্টিং ভোটের প্রাথমিক তথ্য এসেছে। জাকসু নির্বাচন কমিশন কার্যালয় সূত্র থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোট পড়েছে মোট ভোটের ৬৮ দশমিক ২৫ শতাংশ। জাকস ও হল সংসদে ছাত্র-ছাত্রী মিলে এবার মোট ভোটার ১১ হাজার ৭৫৯ জন। নির্বাচন কমিশন কার্যালয় সূত্র বলছে, মোট ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮ হাজার ২৬ জন।আরো পড়ুন:জাকসু নির্বাচন: হাতে গোনা হচ্ছে ভোট, ফল দিতে সকালও হতে পারেজাকসু নির্বাচন: ভোট গণনা শুরু হয়নি এখনো জাকসু নির্বাচন: হাতে গোনা হচ্ছে ভোট, ফল দিতে সকালও হতে পারে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়েছে। এরপর ব্যালট বাক্স সিলগালা করে নেওয়া হয়েছে সিনেট ভবনে সেখানে গণনা সম্পন্ন করে...