রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার (১০ ও ১১ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের দক্ষিণে ক্যাম্পটির আয়োজন করা হয়।আরো পড়ুন:স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠু গ্রেপ্তারপ্রতিস্থাপিত অঙ্গ কতদিন কাজ করে? দুই দিনব্যাপী এ হেলথ ক্যাম্পে প্রায় ৪ হাজার শিক্ষার্থীকে ফ্রি পেপসোডেন্ট, প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে ডেন্টাল চেকআপ, প্রায় ৫০০ জন শিক্ষার্থীকে ব্লাড গ্লুকোজ টেস্ট, প্রায় ১ হাজার শিক্ষার্থীকে ব্লাড প্রেসার ও ২ হাজারের বেশি শিক্ষার্থীর উচ্চতা ও ওজন মেপে দেওয়া হয়। প্রোগ্রামের ডেন্টাল সাপোর্ট দেয় পেপসোডেন্ট। যেখানে ছিল চারজন ডেন্টিস্ট ও ফ্রি পেপসোডেন্ট এবং কিট ও টেকনিশিয়ান সাপোর্ট দেয় রাজশাহীর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার। সংগঠনটির সভাপতি আরিফুল ইসলাম বলেন, “রাজশাহী...