কক্সবাজারে হয়ে গেল গ্লো অ্যান্ড লাভলীর ভিন্ন ধরনের আয়োজন ‘রোদব্লক উৎসব’। গ্লো অ্যান্ড লাভলীর ‘ব্রাইট ইউভি ডুয়ো’ সানস্ক্রিন বাজারে আসা উপলক্ষে সোমবার এ উৎসব আয়োজন করা হয়। এতে দেশের ৫০ জনের বেশি ‘ইনফ্লুয়েন্সার’ অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার গ্লো অ্যান্ড লাভলীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবের মূল পর্বে ছিল নানা ধরনের গেম শো, নেইল আর্ট, নিজের এসপিএফ জানার বুথ ও ফ্যান আর্টের সুযোগ। সানস্ক্রিন ও ত্বকের যত্ন নিয়ে তথ্যপূর্ণ পরিবেশনাও ছিল। গ্লো অ্যান্ড লাভলী বলছে, অংশগ্রহণকারীরা সঠিক সানস্ক্রিন নির্বাচন, ব্যবহার এবং ত্বক সুরক্ষিত রাখার গুরুত্বপূর্ণ তথ্য শিখে অনেক উৎসাহ পেয়েছেন। সানস্ক্রিনটির ব্যাপারে ‘ইনফ্লুয়েন্সাররা’ বলছেন, গ্লো অ্যান্ড লাভলীর ব্রাইট ইউভি ডুয়ো সানস্ক্রিন...