পঞ্চম ওভারে দ্বিতীয় উইকেট পেয়েছিল বাংলাদেশ। রান আর উইকেটের বিবেচনায় তখনো চাপে ছিল হংকং। কিন্তু সেই মোমেন্টাম কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এরপর আস্তে আস্তে বিপর্যয় কাটিয়ে বাংলাদেশকেই চাপে ফেলেছিল হংকং। সেখান থেকে বাংলাদেশে শিবিরে স্বস্তি ফিরিয়েছেন তানজিম সাকিব। পাওয়ার-প্লের পরে একটা উইকেটের জন্য তিনজন বোলারকে ব্যবহার করেছেন অধিনায়ক লিটন দাস। মুস্তাফিজের কাটার কিংবা শেখ মেহেদী-রিশাদের স্পিনঘূর্ণি—কোনোটাই অধিনায়কের চাওয়া পূরণ করতে পারেনি। ১২তম ওভারে লিটন আবারও ভরসা করে বল তুলে দেন তানজিম সাকিবের হাতে। অধিনায়ককে হতাশ করেননি তিনি। উইকেটে থিতু হয়ে বাংলাদেশের বোলারদের জন্য হতাশার নাম হয়ে ওঠা ওপেনার জিশান আলমকে ফেরান তিনি। এখানে বড় অবদান আছে মুস্তাফিজের। বেশ খানিকটা জায়গা দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ নেন তিনি। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) টসে জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই হংকংকে চেপে ধরে বাংলাদেশ। কিপ্টে...