জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন হলে দেশের সংকট আরো বাড়বে মন্তব্য করে এ অবস্থায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির যৌথ সভায় সভাপতির বক্তব্যে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি এই প্রশ্ন রাখেন।আরো পড়ুন:সরকারপ্রধান পালানোর পথ পাবে না: কাজী মামুনদেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে: আনিসুল আনিস বলেন, “দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অর্থনৈতিক দুরাবস্থা, লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মামলা বাণিজ্য, মব সন্ত্রাস চলছে। এর মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব কি না। তা নিয়ে এখনই সরকারকে ভাবতে হবে, না হলে পরিণতি ভয়াবহ হতে পারে।” তিনি বলেন, “সরকার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জাতীয়...