যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের মহাকাশ কর্মসূচিতে বৈধ ভিসা থাকার পরও চীনা নাগরিকদের কাজ করা বন্ধ করেছে। এতে এই গবেষণা সংস্থাটিতে কার্যত চীনাদের কাজ করা নিষিদ্ধ হল। সূত্রের বরাতে ব্লুমবার্গ নিউজের প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে বিবিসি জানিয়েছে, ৫ সেপ্টেম্বর চীনা নাগরিকরা জানতে পারেন তারা আর নাসার কোনও সিস্টেম বা স্থাপনায় প্রবেশাধিকার পাবেন না। এর আগে এই চীনারা নাসার কর্মী হিসেবে না হলেও, ঠিকাদার বা গবেষণা সহকারী হিসেবে নাসার কাজে অংশ নিতে পারতেন। পরে নাসা খবরটি নিশ্চিত করে জানায়। সংস্থাটি জানিয়েছে, চীনা নাগরিকদেরকে নাসার বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও নেটওয়ার্কে প্রবেশাধিকারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নাসার কাজের নিরাপত্তা রক্ষার স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। চীনের মহাকাশ কর্মসূচি দ্রুত এগিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র শঙ্কিত। এতে বৃহত্তম অর্থনীতির এই দুই দেশের মধ্যে মহাকাশ...