কিয়েভের মিত্র দেশগুলোকে তাদের নিজস্ব বিমান প্রতিরক্ষা সক্ষমতা পুনর্বিবেচনা করার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ ড্রোন পোল্যান্ডের আকাশ সীমায় ঢুকে পড়ার পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ আহ্বান জানান তিনি। কিয়েভে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব্বের সঙ্গে এক সংবাদ সম্মেলন করেন জেলেনস্কি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ইউক্রেন ‘উন্মুক্ত এবং প্রস্তুত’ আছে, যাতে মিত্র দেশগুলোর প্রচেষ্টায় সহায়তা প্রদান করা যায়। রাশিয়া ইউক্রেনের প্রতিবেশী দেশে যুদ্ধ শুরু করার পর থেকে ইউক্রেন বহু বিমান হামলা প্রতিহত করেছে। এসব ক্ষেত্রে পুরোনো মেশিন গান থেকে উন্নত ক্ষেপণাস্ত্র পর্যন্ত ইউক্রেনি এবং বিদেশি সরবরাহিত অস্ত্র ব্যবহার করা হয়েছে। জেলেনস্কি বলেন, পোল্যান্ডের মতো দেশগুলোকে অনেক স্তরীয় পদ্ধতি ব্যবহার করে দেখার পরামর্শ দেওয়া উচিত। কারণ মার্কিন নির্মিত প্যাট্রিয়টের মতো ক্ষেপণাস্ত্র ব্যবহারে খরচ...