রজার বিনির জায়গায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নতুন সভাপতি হচ্ছেন সাচিন টেন্ডুলকার, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। তবে এটিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন ভারতের কিংবদন্তি এই ব্যাটসম্যান। এই বিষয়ে টেন্ডুলকার নিজে কোনো মন্তব্য না করলেও তার পরিচালিত এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড বৃহস্পতিবার এক বিবৃতিতে সবাইকে উড়ো খবরে কান না দেওয়ার অনুরোধ করেছে। “বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি পদে শ্রী সাচিন টেন্ডুলকারের নাম বিবেচনা করা বা মনোনীত করা সম্পর্কে কিছু প্রতিবেদন ও গুজব ছড়িয়ে পড়েছে, যা আমাদের নজরে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, এমন কোনো কিছুই হয়নি। ভিত্তিহীন জল্পনা-কল্পনা বিশ্বাস না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি আমরা।” আগামী ২৮ সেপ্টেম্বর হবে বিসিসিআই নির্বাচন। সভাপতি, সহ-সভাপতি, সচিব,...