নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পরোক্ষভাবে তার অপসারণের জন্য ভারতকে দায়ী করেছেন। বলা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমের ২৬টি প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে সারা দেশে হওয়া আন্দোলনে পুলিশের দমন-পীড়নে ১৯ জন নিহত হওয়ার পর নেপালের সেনাবাহিনীর চাপেই তিনি পদত্যাগ করেন। তবে তিনি সেনাবাহিনীর চাপের কথা সরাসরি না বলে জাতীয়তাবাদের প্রসঙ্গ টেনে ভারতের দিকে ইঙ্গিত করেন। নেপাল সেনার শিবপুরি ব্যারাক থেকে প্রকাশিত এক বিবৃতিতে অলি বলেন, লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা সীমান্ত বিরোধ ইস্যু না তুললে এখনও তিনি ক্ষমতায় থাকতেন। এসব অঞ্চল নিয়ে নেপাল ও ভারতের বিরোধ রয়েছে। ওলি দাবি করেন, তিনি ক্ষমতা হারিয়েছেন কারণ তিনি ‘অযোধ্যায় ভগবান রামের জন্মে’র বিষয়টি অস্বীকার করেছিলেন। তিনি বলেন, আমি জোর দিয়ে বলেছি যে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা নেপালের অংশ। আমি এও বলেছি, ধর্মগ্রন্থ অনুযায়ী ভগবান...